সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকে বলেছেন, গাজার ওপর অবরোধ অবশ্যই তুলে নিতে হবে।
প্রিন্স ফয়সাল বলেন, গাজায় ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্বশীল অবস্থান নিতে হবে। তিনি বলেন, ‘মানবিক বিপর্যয় এড়াতে আমরা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত ও ন্যায়সঙ্গত শান্তি অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে। আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।
বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলাকে ‘ইচ্ছাকৃত’ ইসরায়েলি হামলা বলে বর্ণনা করেন।
আল-মালিকি বলেন, ইসরায়েলের ‘যুদ্ধ যন্ত্র’ গাজায় ১৩শ অধিক শিশুকে হত্যা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা গাজায় নিহতের সংখ্যা গণনা করা ছাড়া আর কিছুই করে না। সূত্র : আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল