২০ অক্টোবর, ২০২৩ ২০:০৩

১০ বছরের জীবনসঙ্গীকে ডিভোর্স দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া

অনলাইন ডেস্ক

১০ বছরের জীবনসঙ্গীকে ডিভোর্স দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া

ফাইল ছবি

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানা গেছে, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কারণে স্বামীকে ত্যাগ করেছেন তিনি।তার স্বামী অ্যান্দ্রে গিয়ামব্রুনো একজন টিভি সাংবাদিক। একজন নারী সহকর্মীকে উদ্দেশ্য করে করা তার যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন মেলোনি। সেই ঘটনাই গড়ায় বিচ্ছেদে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিভোর্সের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জর্জিয়া মেলোনি। তিনি জানান, ‘আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ। আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে এবং এখন সেটা স্বীকার করার সময় এসেছে।’ 

মেলোনি আরও বলেন, ‘আমি তার সঙ্গে দারুণ কিছু বছর কাটিয়েছি। অনেক বাধা অতিক্রম করেছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার সে আমাকে দিয়েছে। আমার মেয়ে জিনভারা। আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই।’

মেলোনি বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই আমাদের পথ আলাদা হয়ে গেছে। এখন সময় এসেছে সেটা জানানোর।’ ফাঁস হওয়া একটি কথোপকথনে গিয়ামব্রুনোকে তার এক নারী সহকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়- ‘কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না?’ এমন কুপ্রস্তাবের বিষয়টি জর্জিয়ার কানে গেলে তাদের সম্পর্কে ফাটল ধরে। উল্লেখ্য, জর্জিয়া মেলোনি ও অ্যান্দ্রে গিয়ামব্রুনো দম্পতির একটি সাত বছর বয়সী মেয়ে রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর