ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআবদুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়বে এবং এটা অনিবার্য।
বৃহস্পতিবার রাতে কাতারের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপ করেন হোসেইন আমিরআবদুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রপরিচালিত প্রেস টিভি সেই আলাপের কিছু মন্তব্য প্রকাশ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে যুদ্ধের পরিধি সম্প্রসারিত হওয়া অনিবার্য হয়ে পড়েছে।ইরান বারবার আঞ্চলিক উত্তেজনার হুমকি সম্পর্কে সতর্ক করে ইসরায়েলকে বলেছে, গাজায় হামলা থেকে, নির্বিচারে মানুষ হত্যা থেকে তাদের অবশ্যই সরে আসতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল