১৩ নভেম্বর, ২০২৩ ১৮:৫৫

করাচিতে চীনের যুদ্ধজাহাজ-সাবমেরিন, চিন্তায় ভারত?

অনলাইন ডেস্ক

করাচিতে চীনের যুদ্ধজাহাজ-সাবমেরিন, চিন্তায় ভারত?

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্যাটেলাইট ইমেজ ঘেটে তারা দেখেছে পাকিস্তানের করাচি সমুদ্র বন্দরে নোঙর করেছে চীনের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও একটি সাবমেরিন। ইসলামাবাদ-করাচির যৌথ মহড়ার অংশ হিসেবে চীনের নৌবহর করাচিতে পৌঁছায়। এবার সবচেয়ে বড় নৌমহড়া চালাতে চায় দুই দেশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বর্তমান সময়ে ভারত মহাসাগরে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে চীন। বর্তমান এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে সি গার্ডিয়ান-৩। 

ভারতের সাবেক নৌবাহিনী প্রধান অরুণ প্রকাশ বলেছেন, ‘আমাদের পরিকল্পনাকারী ও সিদ্ধান্তদাতারা বর্তমানে ধারাবাহিকভাবে ভারত মহাসাগরে চীনের মুখোমুখি হচ্ছে। এই সাগর ধরেই চীনের অধিকাংশ জ্বালানি, ব্যবসা ও কাঁচামাল আসা-যাওয়া করে। যে কারণেই ভারত মহাসাগরে ঘনঘন চীনা যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের উপস্থিতিও দেখা যাচ্ছে।’

তবে চলতি বছরের এপ্রিলেই ভারতের বর্তমান সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছিলেন, তারা পাকিস্তানি বন্দরগুলোতে নজর রাখছেন। 


বিডি প্রতিদিন/ নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর