সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ সংসদে ভোটে বিজয়ী হয়েছেন। ফলে আরও এক মেয়াদে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, স্পেন থেকে কাতালানদের বের হয়ে যাওয়ার অ্যামনেস্টি চুক্তি ব্যর্থ হওয়ার পর ৩৫০ আসন বিশিষ্ট সংসদে তিনি ৪ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
গত জুলাইয়ে কনজারভেটিভ পপুলার পার্টি নির্বাচনে বিজয়ী হয়। কিন্তু দলটির নেতা আলবার্তো নুনেজ ফেইজো সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন।
পেদ্রো সানচেজ দলের এমপিদের বলেন, অ্যামনেস্টির চুক্তি ক্ষত নিরাময়ে সহায়তা করবে। কিন্তু সরকার গঠন করতে স্বাধীনতার পক্ষপাতী দুই কাতালান দলের ওপর তার নির্ভরতায় বিরোধীরা ক্ষুব্ধ হয়। বিরোধীদের দাবি, তার প্রস্তাবিত ‘অ্যামনেস্টি চুক্তি’ স্পেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।
বিডিপ্রতিদিন/কবিরুল