ডিপফেক ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির দিওয়ালি মিলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর এনডিটিভির।
সম্প্রতি মোদির গরবা গাওয়ার একটি ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসার পর এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি চ্যাটজিপিটি টিমকে ডিপফেক শনাক্ত করতে ও ইন্টারনেটে এই ধরনের ভিডিও প্রচারিত হলে তা নিয়ে সতর্কতা জারি করারও নির্দেশ দিয়েছেন।
ডিপফেক ভিডিওর কথা উল্লেখ করে মোদি বলেছেন, ‘আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যেটিতে আমাকে একটি গরবা গান গাইতে দেখা গেছে। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও রয়েছে।’ তিনি এই প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং কাজল-এর ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক মাধ্যমে অনেক ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর নরেন্দ্র মোদির ভিডিও সামনে এসেছে যা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপরেই তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক