১৯ নভেম্বর, ২০২৩ ১৭:১২

ইসরায়েলের জাহাজ দেখলেই ‘হামলা চালাবে’ হুথি

অনলাইন ডেস্ক

ইসরায়েলের জাহাজ দেখলেই ‘হামলা চালাবে’ হুথি

ইয়েমেনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এবার ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজ দেখলেই হামলার হুঁশিয়ারি দিয়েছে। রবিবার হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইসরায়েলি পতাকাবাহী কোনো জাহাজ দেখলেই হামলা চালাবে। খবর আল-জাজিরার।

এর আগে, গাজায় ইসরায়েলি অভিযান চালানোর শুরুর দিকেই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেয় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল-লেবানন সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় এক মাসের বেশি দিন ধরে তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। সহসাই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর