ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপে বলেছেন, চলমান যুদ্ধবিরতি শেষ হলেই গাজায় ফের পুরোদমে সামরিক অভিযান শুরু হবে।
শুক্রবার থেকে ফিলিস্তিনি ১৫০ বন্দী ও ইসরায়েলি ৫০ জিম্মি বিনিময়েরে শর্তে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। সোমবার শেষ হবে সেই বিরতি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়া যায়নি।
নেতানিয়াহু আরও বলেছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবেন যদি হামাস প্রতিদিন আরো ১০ জন বেশি জিম্মিকে মুক্তি দেয়।
হোয়াইট হাউজ জানিয়েছে, তারা সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ গেছে। যাদের মধ্যে সাড়ে পাঁচ হাজার শিশু।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল