এসিড হামলার শিকার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক মন্ত্রী মির্জা শাহজাদ আকবর।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর হার্টফোর্ডশায়ারে এই ঘটনা ঘটে।
শাহজাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একজন হামলাকারী আমাকে লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়েছে। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বলছি— আমি এসব হামলায় ভয় পাওয়া বা মাথা নিচু করার লোক নই।”
তিনি আরও জানান, হামলাকারী তার চোখ লক্ষ্য করে এসিড ছুড়েছিল। তবে তা চোখে না পড়ে বাহু এবং মাথায় লেগেছে।
ইতোমধ্যে হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, তার আঘাত খুব গুরুতর নয়। হাসপাতালে চিকিৎসা শেষে মির্জা শাহজাদকে ছেড়েও দেওয়া হয়েছে।
তবে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে জনগণের তথ্য সহযোগিতা চেয়েছে পুলিশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানখানের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন মির্জা শাহজাদ আকবর। ২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতা হারানোর পর শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তান থেকে ব্রিটেনে চলে যান মির্জা শাহজাদ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ