১ ডিসেম্বর, ২০২৩ ১৯:২৬

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যা বললেন ভারতীয় নৌবাহিনীর প্রধান

অনলাইন ডেস্ক

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যা বললেন ভারতীয় নৌবাহিনীর প্রধান

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার শুক্রবার বলেছেন, কাতারের আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট জন সাবেক নৌসেনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অ্যাডমিরাল কুমার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা নিবিড়ভাবে কাজ করছি যাতে তাদের স্বার্থের দিকে নজর দেওয়া হয়। তিনি বলেন, ভারত সরকার তাদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

গত ২৬ অক্টোবর কাতারের কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স ভারতীয়নাগরিকদের মৃত্যুদণ্ড দেয়। ভারত এই রায়কে ‘গভীর মর্মান্তিক’ বলে বর্ণনা করেছে এবং এই মামলায় সমস্ত আইনি বিকল্প অনুসন্ধান করার অঙ্গীকার করেছে।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যে একটি আপিল দায়ের করা হয়েছে এবং কাতারের একটি উচ্চ আদালত ইতিমধ্যে আবেদনটি গ্রহণ করেছে। আটক ভারতীয় নাগরিকদের আইনি দল এই আপিল দায়ের করেছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছরের আগস্টে বেসরকারি সংস্থা আল দাহরার সঙ্গে কাজ করা এই ভারতীয় নাগরিকদের গ্রেফতার করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর