মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখান থেকে তিনি সৌদি আরব যান।
পুতিনের এ সফরে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ।
খবরে বলা হয়েছে, আগামীকাল মস্কোতে রাইসির সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে আমিরাত ও সৌদি আরবের সঙ্গে পুতিন কী আলোচনা করেছেন এবং গাজা নিয়ে আলোচনা হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা আগামীকাল উভয় প্রেসিডেন্ট স্বাক্ষর করতে পারেন। তা হলো- বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এটি ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার করে তুলবে এবং দুটি দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল