ফিলিস্তিনি সমর্থকরা ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছে। ‘ওয়ার্কারস ফর এ ফ্রি ফিলিস্তিন’ ব্যানারে চার ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ৪টি অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা জানিয়েছে, তারা বোর্নিমাউথ, লেংকাশির, ব্রাইটন এবং গ্লাসগো অস্ত্র কারখানা অবরোধ করেন। এসব কারাখানায় এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করা হয়। যেগুলো গাজায় অভিযানের জন্য ইসরায়েলি সেনারা ব্যবহার করে আসছে।
আন্দোলনকারীরা ইনস্টাগ্রামে জানান, ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ব্যাপারে সহায়তা সমাপ্তের আহ্বানে তাদের এই কর্মসূচি। ব্রিটিশদের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল