১১ ডিসেম্বর, ২০২৩ ১৩:০২

কাতারে দোহা ফোরামের বৈঠক শুরু

অনলাইন ডেস্ক

কাতারে দোহা ফোরামের বৈঠক শুরু

কাতারের বৈঠক

কাতারের রাজধানীতে দোহা ফোরাম আজ পুনরায় শুরু হয়েছে। এই ফোরামে গাজার যুদ্ধ আবারও আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী দিনে বক্তারা এবং ফিলিস্তিনিরা অবরুদ্ধ ছিটমহলটিতে ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণ বন্ধ এবং জরুরি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইসরায়েলি হামলায় প্রায় ১৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

থিংক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের ইয়োসি মেকেলবার্গ মনে করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। ক্রিসমাসের আগে বা বছরের শেষের দিকে। কারণ যুক্তরাষ্ট্র গাজায় মৃতের সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বিগ্ন হয়ে উঠেছে।

তিনি বলেন, গাজার জনগণের জন্য কয়েক সপ্তাহ এখনও ‘খুব দীর্ঘ সময়’ হবে। মেকেলবার্গ চ্যাথাম হাউসের মেনা প্রোগ্রামের সহযোগী ফেলো। তিনি বলেন, ইসরায়েল যদি সমস্ত বন্দীদের মুক্ত করতে চায় তবে লড়াইও বন্ধ করা দরকার। তিনি বলেন, সবাইকে আলোচনার টেবিলে ফিরে যেতে হবে।  এই সবকিছুই একটি বড় বিপর্যয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর