ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে ১২ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জের শ্রীরামপুর সীমান্ত চৌকি এলাকা থেকে এই বিপুল অর্থ মূল্যের সাপের বিষ জব্দ করে ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বাংলাদেশ থেকে ওই বিষ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফের বিবৃতিতে জানিয়েছে , নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকায় তপন অধিকারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তপনের বাড়ির বেলকনি থেকে একটি কাঁচের জার উদ্ধার করা হয়। সেই জারের মধ্যে থাকা ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের তরল বিষ উদ্ধার করা হয়। বিষ ভর্তি ওই কাঁচের জারটি একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ছিল। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য আনুমানিক ১২ কোটি রুপি।
পরবর্তীতে ওই বিষ জব্দ করা হয় এবং আটক করা হয় ৫০ বছর বয়সী তপন অধিকারীকেও।
তপনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে বাংলাদেশের দিনাজপুর জেলার গোয়ালাপাড়া গ্রামের বাসিন্দা কালু মন্ডলের কাছ থেকে অবৈধভাবে এই বিষ সংগ্রহ করে তপন তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
পরে জব্দকৃত বিষ এবং তপনকে বালুরঘাটের ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/নাজমুল