জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয়।
আজ জাতীয় সংসদের এলডি হলে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন একটা ভোট চাই—যেখানে মানুষ দীর্ঘ ১৫ বছর পর বলতে পারে, আমি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি। নিজের পছন্দে সরকার গঠন করতে পেরেছি। আমরা চাই, দেশের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। কেউ যেন ভোট দিতে বাধ্য করতে না পারে। কেউ যেন টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে।
ফরহাদ বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে প্রস্তাবগুলো আমরা পুরোপুরি সমর্থন করি। দেশের গণতন্ত্র গঠনে যতটুকু পারি, আমরা আমাদের ভূমিকা রাখব।
সংলাপের শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে ১৫ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্য নিয়েই কাজ করছি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবেই। কিন্তু যেসব বিষয়ে সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে সেখানে ঐকমত্য গড়ে তুলতে পারলেই জাতীয়ভাবে উপকৃত হব।
এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন