মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া ইছামতি নদীতে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
হেলাচিয়া বাজার বণিক সমিতি আয়োজিত নৌকা বাইচে বিভিন্ন বাহারি নামের নৌকা অংশ নেয়। যার মধ্যে সোনার তরী, ময়না মতি, নয়নতারা উল্লেখ যোগ্য।
ছোটবড় অনেক নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল নৌকাকে পুরস্কার দেওয়া হয়েছে।
মেলাকে কেন্দ্র করে নদীর তীর ঘেষে বসেছে বিভিন্ন দোকান পাট।
আয়োজক কমিটির সভাপতি গাজী হাবিব হাসান রিন্টু বলেন, প্রায় আড়াইশত বছরের ঐতিহ্য হেলাচিয়ার নৌকা বাইচ। আগের চেয়ে এখন নদী অনেক সরু হয়ে গেছে। তা ছাড়া নদীতে পানি থাকে না। পানি হলে অনেক নৌকা অংশগ্রহণ করতো। তার পরেও ছোট বড় বেশ কিছু নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার দেওয়া হয়। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন