সময় যত গড়াচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন ততই বাড়ছে। একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও যেন বাড়ছে। তবে এসব নিয়ে একেবারেই নির্লিপ্ত অভিজ্ঞ এই কোচ। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিষ্কার করে দিলেন, লা লিগা শেষের আগে অন্য কিছু নিয়ে কথা বলতে চান না তিনি।
চলতি মৌসুমে কিছুদিন আগেও তিন শিরোপার সবগুলোর লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ১০ দিনের ব্যবধানে শেষ হয়ে গেছে দুইটি; চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পর, গত সপ্তাহে কোপা দেল রের ফাইনালে তারা হেরে গেছে বার্সেলোনার কাছে।
মূলত ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায়ের পরই সান্তিয়াগো বের্নাবেউয়ে আনচেলত্তির ভবিষ্যৎ নড়বড়ে হয়ে পড়ে। আর কোপা দেল রের শিরোপা হারানোর পর তার বিদায়ঘণ্টা বেজে গেছে বলেই মত অনেকের। চারিদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, লা লিগা মৌসুম শেষ হলেই আনচেলত্তিকে বিদায় জানিয়ে দেবে রিয়াল মাদ্রিদ।
লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে অবশ্য এখনও আছে আনচেলত্তির দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। শনিবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বার্সেলোনা জিতে যাওয়ায় সেই ব্যবধান এখন ৭। ক্রমেই এখানেও পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে রিয়ালের জন্য। তাই শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকিয়ে রাখতে আজ রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের জন্য। আনচেলত্তিও তাই আপাতত ক্লাবে তার ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়া প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইলেন না।
তিনি জানান, “আমি পরিষ্কার করতে পারি। এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।”
আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগেই আনচেলত্তিকে রেয়াল কর্তৃপক্ষ বিদায় করে দিতে চায় বলে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের খবর। এই প্রসঙ্গে পাল্টা প্রশ্নেও কিছু খোলাসা করলেন না মাদ্রিদের ক্লাবটিকে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জেতানো কোচ।
আনচেলত্তি বলেন, “আগামী ২৫ মের পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।” পাঁচ রাউন্ড বাকি থাকতে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ