ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ বেনি গান্টজের ওয়াশিংটন ডিসি সফর নিয়ে বাদানুবাদে জড়িয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গান্টজ। তার এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে।
নেতানিয়াহুর কট্টর ডানপন্থী লিকুদ পার্টির এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, ইসরায়েলি নেতার অনুমোদন ছাড়াই গান্টজ সফরের পরিকল্পনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এপিকে বলেন, ‘গান্টজের সঙ্গে নেতানিয়াহুর ‘কঠিন কথাবার্তা’ হয়েছে। নেতানিয়াহু তাকে বলেছেন, দেশে ‘প্রধানমন্ত্রী একজনই।’
বিডিপ্রতিদিন/কবিরুল