৪ মার্চ, ২০২৪ ১৮:২৬

সন্দেশখালি ও দুর্নীতি ইস্যুতে তৃণমূল ছাড়লেন বিধায়ক তাপস রায়

দীপক দেবনাথ, কলকাতা

সন্দেশখালি ও দুর্নীতি ইস্যুতে তৃণমূল ছাড়লেন বিধায়ক তাপস রায়

সন্দেশখালির ঘটনা, সেই সাথে দলের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ। এমন নানা ইস্যুতে দলের প্রতি একরাশ ক্ষোভ ও অভিমান উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দলটির বিধায়ক তাপস রায়। সেই সাথে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জীর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। 

তবে স্পিকার এখনো সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি বলে জানা গেছে। যদিও তাপস রায় বলেন, 'বিধায়ক হিসাবে আমি আমার পদত্যাগপত্র স্পিকারকে জমা দিয়েছি। আমি এখন মুক্ত বিহঙ্গ।' 

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে দলের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল তাপস রায়ের। এমন এক প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই দল ত্যাগের জল্পনা চলছিল। তাপস রায়কে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সোমবার সকালেই তার বাড়িতে ছুটে যান মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু তাতেও কাজ হয়নি। নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন তাপস রায়। লোকসভা ভোটের আগেই তৃণমূল ছাড়লেন দলের এই সিনিয়র নেতা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর