১৫ মে, ২০২৪ ১৭:২০

চাপের মুখে খারকিভের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করল ইউক্রেন

অনলাইন ডেস্ক

চাপের মুখে খারকিভের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করল ইউক্রেন

ইউক্রেনে ব্যাপক হামলা করেছে রাশিয়া

রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে সীমান্তবর্তী খারকিভের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সৈন্যরা প্রচণ্ড গোলাবর্ষণের মুখে পড়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় ‘অধিক সুবিধাজনক অবস্থানে’ চলে গেছে।

দুই বছরের বেশি সময় যুদ্ধ চলাকালে পিছু হটার সময় ইউক্রেন সাধারণত এ ধরনের ভাষা ব্যবহার করেছে। 

এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসন্ন সব ধরনের বিদেশ সফর বাতিল করেছেন। আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে ইউক্রেনীয় সেনারা হিমশিম খাচ্ছে। এ কারণে জেলেনস্কি সফর বাতিল করেছেন বলে মনে করা হচ্ছে।

রুশ সেনা মোকাবিলায় ইউক্রেন অস্ত্র  ও সেনা ঘাটতিতে ভুগছে। এরমধ্যে মস্কো গত সপ্তাহে খারকিভ অঞ্চলে বিস্ময়কর বড় স্থল হামলা শুরু করে। সূত্র : বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর