১১ অক্টোবর, ২০২৪ ২০:১৫

হারিকেন মিল্টনে নিহত ১২, লণ্ডভণ্ড ফ্লোরিডা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

হারিকেন মিল্টনে নিহত ১২, লণ্ডভণ্ড ফ্লোরিডা

সংগৃহীত ছবি

শুক্রবার ভোর ৬টা নাগাদ সর্বশেষ তথ্য অনুযায়ী হারিকেন মিল্টনের আঘাতে ১২ জনের মৃত্যু হয়েছে ফ্লোরিডায়। ৩৪ লাখের মধ্যে ২৬ লাখে নেমে এসেছে বিদ্যুৎহীন বাসা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। 

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, মিল্টন একেবারেই দুর্বল হয়ে আটলান্টিক মহাসাগরে নিপতিত হলেও ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। 

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে টেম্পা বে, সেন্ট পিটার্সবার্গ, সারাস্যাটো এবং ফোর্ট মায়ার্সে বেশ কয়েক হাজার বাংলাদেশির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সমাজ-সংগঠক মোহাম্মদ জামান মৃতদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বহুস্থানের সাথে এখনো যোগাযোগ স্থাপিত হয়নি বিদ্যুৎ সরবরাহ পুনস্থাপিত না হওয়ায়।  

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রলয়ঙ্করী হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড এলাকায় উদ্ধার ও সংস্কার কাজের মধ্যেই মিল্টনের আঘাত বিপর্যস্ত করেছে জনসাধারণকে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর