সিরিয়ার অস্থিরতার সুযোগে এবার গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, গোলানে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি।
১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সমঝোতা চুক্তি হয়। তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক একটি যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনেইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনেইত্রা প্রদেশের অংশ বিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে।
গতকাল রোববার পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
বিডি প্রতিদিন/নাজমুল