প্রযুক্তির অগ্রভাগে থাকার লক্ষ্যেই সব বয়সের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশটির সরকারি বিদ্যালয়গুলোতে, এমনকি কিন্ডারগার্টেন স্তরেও, এআই বিষয়ক পাঠ শুরু হবে বলে জানিয়েছেন দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
রবিবার এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লেখেন, “আমাদের লক্ষ্য হলো শিশুদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে শুধু প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকেই নয়, বরং এর নৈতিক দিক সম্পর্কেও গভীরভাবে সচেতন করা।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করা— যা আমাদের সময়ের চেয়ে একেবারেই ভিন্ন।”
বিশ্বের অন্যতম প্রধান তেল রফতানিকারক দেশ হিসেবে পরিচিত হলেও আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামনে রেখে অর্থনীতি বৈচিত্র্যকরণের উদ্যোগ নিচ্ছে।
২০১৭ সালে দেশটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এবং রাজধানী আবুধাবিতে এআই-ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় চালু করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আরব আমিরাত ফ্রান্সে একটি বৃহৎ এআই তথ্যকেন্দ্র গঠনের জন্য ৩০ থেকে ৫০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। সূত্র: আরব নিউজ, গালফ বিজনেস
বিডি প্রতিদিন/একেএ