বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচার মাধ্যম জিও টিভি। এছাড়াও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীও বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের একাধিক স্থানে ভারতের বিমান হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যেই এই বিস্ফোরণের কথা জানা গেলেও এখনও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। দিল্লির দাবি তারা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে। দুই সপ্তাহ আগে ভারতের কাশ্মীরে একটি হামলায় জতি থাকার অভিযোগ এনেই ভারত পাকিস্তানে এই হামলা চালায়।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। সেই সাথে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে পাকিস্তান। ভারতীয় দূতাবাস যুদ্ধবিমান ভূপাতিত করার খবরকে ভুল তথ্য বলে অভিহিত করেছে।
পাকিস্তান বলেছে যে ভারতেরে হামলা এবং তার পরে আন্তঃসীমান্ত গোলাগুলিতে দেশটির কমপক্ষে ৩১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। প্রায় ৫০ জন আহত হয়েছে। অন্যদিকে ভারত বলেছে যে তাদের ১৩ জন বেসামরিক লোক মারা গেছে এবং ৪৩ জন আহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের আন্তঃসীমান্ত গোলাগুলি রাতে কিছুটা কমে গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল