ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। জাতিসংঘ অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া তথ্য অনুসারে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৬২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি অভিযান চলছে। আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৫০ জন আরোহী ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল। এই অঞ্চলের নিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইথিওপীয় (ওরোমো) অভিবাসন প্রত্যাশীদের মরদেহ উদ্ধারের জন্য একটি বড় অভিযান পরিচালনা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উপকূলে অনেক মরদেহ ভেসে উঠেছে, যা থেকে বোঝা যায় এখনও বহু নিখোঁজ ব্যক্তি সাগরে রয়েছেন।
২০১৪ সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘস্থায়ী সংঘাত সত্ত্বেও, দারিদ্রপীড়িত এই দেশটি হয়ে আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান পথ। বিশেষ করে ইথিওপিয়ার মতো জাতিগত সংঘাতে জর্জরিত দেশগুলো থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় এই বিপদসংকুল পথ বেছে নেয়। অভিবাসন প্রত্যাশীরা বাব আল-মান্দাব প্রণালী হয়ে ইয়েমেনে প্রবেশ করার চেষ্টা করে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল