গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে ৯টি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, 'ইসরায়েল একটি প্রতিরক্ষাহীন জনগোষ্ঠীকে নির্মূল করছে।'
স্পেনের নতুন পদক্ষেপগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যদিও স্পেন ২০২৩ সাল থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে, তবে এখন জরুরি ভিত্তিতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হবে।
ইসরায়েলি বাহিনীর কাছে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকে স্প্যানিশ বন্দরসমূহে এবং প্রতিরক্ষা সামগ্রী বহনকারী বিমানগুলোকে আকাশসীমা থেকে নিষিদ্ধ করা হবে।
সানচেজ আরও বলেন, গাজায় গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সানচেজ মনে করেন, এই পদক্ষেপগুলো যুদ্ধ ও গণহত্যা বন্ধ করার জন্য যথেষ্ট না, তবে পদক্ষেপসমূহ বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করবে এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করবে। স্পেন একা যুদ্ধ থামাতে পারবে না; তবে এর অর্থ এই নয় যে, আমরা চেষ্টা করব না।
অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা, অধিকৃত অঞ্চলে বসবাসকারী স্প্যানিশ নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা সীমিত করা এবং অতিরিক্ত সৈন্য নিয়ে রাফাহ সীমান্তে স্পেনের উপস্থিতি বৃদ্ধি করা। সেই সঙ্গে খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে নতুন যৌথ প্রকল্প গ্রহণ করবে স্পেন।
প্রসঙ্গত, স্পেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাতে (ইউএনআরডব্লিউএ) তার অবদান ১০ মিলিয়ন ইউরো (১১ দশমিক ৭ মিলিয়ন ডলার) বৃদ্ধি করবে এবং ২০২৬ সালে গাজার জন্য অতিরিক্ত ১৫০ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা দেবে।
সূত্র : রয়টার্স ও দ্য গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/শআ