বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় সিগারেটের দাম ৮০% বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় সিগারেটের দাম ৮০% বাড়ছে

সিগারেটের মূল্য ৮০ শতাংশ বাড়ছে এশিয়ার দক্ষিণ কোরিয়ায়। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। খবর বিবিসির

তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট এমন পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। এর ফলে আগামী ১ জানুয়ারি থেকে দেশটির প্যাকেট সিগারেটের দাম পড়বে সাড়ে চার হাজার ওন [স্থানীয় মুদ্রা]। বর্তমানে যার মূল্য আড়াই হাজার ওন।

এছাড়া সিগারেটের দাম মূল্যস্ফীতির সাথে জুড়ে দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন পেয়েছে দেশটির সরকার। এর ফলে দক্ষিণ কোরিয়ায় মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে সিগারেটের দামও বাড়তে থাকবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার পুরষরাই সবচেয়ে বেশি ধূমপান করে যা প্রায় ৪৩.৭ শতাংশ।

দাম বৃদ্ধির ফলে দক্ষিণ কোরিয়ার সরকার আশা করছেন যে দেশটিতে ধূমপানের হার ২০২০ সালের মধ্যে ২৯ শতাংশে নেমে আসবে। এর আগেও ধূমপানে নিরুৎসাহিত করতে দেশটিতে সরকারিভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৪/শরীফ
 

সর্বশেষ খবর