শিরোনাম
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ত্রাণ নিয়ে ভেনেজুয়েলা সীমান্তে মার্কিন বিমান

ভেনেজুয়েলার জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিয়ে কলম্বিয়ার সীমান্ত শহর কুকুতায় পৌঁছেছে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি বিমান। নিজেকে অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা ভেনেজুয়েলার হুয়ান গুইদোর অনুরোধে পাঠানো ত্রাণগুলো সেখানে মজুদ করে রাখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এসব ত্রাণ মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ তৎপরতাকে যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধ পরিকল্পনা’ বর্ণনা করে সামরিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

অপরদিকে ত্রাণ দেশের ভিতরে নিয়ে যাওয়ার জন্য সেতু গড়ে তুলতে লাখ লাখ স্বেচ্ছাসেবী স্বাক্ষর করেছে বলে দাবি করেছেন গুইদো।

সর্বশেষ খবর