রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

মুসলিমবিদ্বেষ ঠেকাতে শ্রীলঙ্কায় হটলাইন

শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিনে ভয়াবহ রক্তপাতের পর দেশটিতে বেড়েছে মুসলিমদের হয়রানি করার ঘটনা। এসব বিদ্বেষী ঘটনার বিষয়ের প্রতিবেদন দিতে মুসলিমদের জন্য একটি হটলাইন চালু করেছে শ্রীলঙ্কা সরকার। হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার বিষয়ে প্রতিদিন শত শত রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ওই মুখপাত্র জানিয়েছেন, নারীদের হিজাব ও বোরকা নিয়েই বেশি করে ঘৃণা ও সহিংসতার ঘটনার রিপোর্ট পাচ্ছেন তারা। মূলত শ্রীলঙ্কার নারীরাই বেশি বিদ্বেষী ঘটনার মুখোমুখি হচ্ছেন।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় ৪২ বিদেশি নাগরিকসহ অন্তত ২৫৮ জন নিহত হয়। এদিকে হামলার সন্দেহভাজন হোতা জাহরান হাশিমের মৃত্যু নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত। জাহরান নিজে কলম্বোর শাংরি-লা হোটেলে আত্মঘাতী হামলা চালিয়েছেন বলে ধারণা পুলিশের। শ্রীলঙ্কার পূর্বের ছোট্ট শহর কাত্তানকুড়ির বাসিন্দা ছিলেন জাহরান।

সর্বশেষ খবর