বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না ইরান

আয়াতুল্লাহ খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ তুঙ্গে উঠলেও দেশটির সঙ্গে কোনো যুদ্ধ চান না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার সন্ধ্যায় নীতিনির্ধারণী কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া  এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, বিচার বিভাগের প্রধান, তিন বাহিনী প্রধান, বিপ্লবী গার্ড বাহিনীর   প্রধান, প্রভাবশালী এমপি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, বর্তমান বিশ্বে কেউ যুদ্ধ চায় না। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত সামরিক পর্যায়ে যাবে না এবং আসলে কোনো যুদ্ধই হবে না। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমেরিকায় এখন যে সরকার ক্ষমতায় আছে তার সঙ্গে আলোচনার অর্থ হবে বিষপান করা। আলোচনা মানে দর কষাকষি করা। কিন্তু আমেরিকা যেসব বিষয়ে দরকষাকষি করতে চায় সেগুলো আমাদের শক্তিমত্তার উৎস। দুই দেশের চলমান উত্তেজনাকে ‘আকাক্সক্ষার সংঘাত’ হিসেবে আখ্যায়িত করেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রাশিয়া সফরে গিয়ে এ কথা বলেছেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক  শেষে পম্পেও বলেন, ইরানের সঙ্গে এখনই কোনো যুদ্ধের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের।

সর্বশেষ খবর