হংকংয়ের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় রবিবার প্রথমবারের মতো গুলি ছুড়েছে পুলিশ, আটক করা হয়েছে ৩৬ বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীরা লাঠি ও রড দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করলে বাধ্য হয়ে তিনি ফাঁকা গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে, নগরীর কোওয়াই চুং স্টেডিয়ামে ভারি বৃষ্টির মধ্যেও কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন। এরপর বিক্ষোভকারীদের একটি দল স্টেডিয়াম পাশের সুউইন ওয়ান জেলার একটি প্রধান সড়ক দখল করে এবং ফুটপাত থেকে ইট খুলে নেয়। এদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করে। বিক্ষোভকারীদের সতর্ক করতে একটি বড় ব্যানারও প্রদর্শন করেছিল তারা। পুলিশের ভাষ্য, গত জুন মাস থেকে এ বিক্ষোভ শুরুর পর রবিবার তা সহিংসতায় রূপ নয়। তবে বিক্ষোভ দমনে পুলিশ পদক্ষেপ নিলে পিছু হটে বিক্ষোভকারীরা। এ সময় ৩৬ জনকে আটক করে। পুলিশ বলছে, একটি জায়গায় ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী লাঠি ও রড নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন। এ সময় তিনি আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। ৬ জন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করলেও তাদের মধ্যে একজনই ফাঁকা গুলি ছুড়েছেন। ডয়চেভেলে দক্ষিণপূর্ব এশিয়ার সংবাদদাতা শার্লট চেলসম-পিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে বলেছেন, আসলেই যে গুলি চালানো হয়েছে সেই মুহূর্ত দেখাতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এ সংঘাতের পর হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, ‘বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান অবৈধ ও সহিংস কর্মকায়েক মাস ধরে চলা এ প্রতিবাদকে সবচেয়ে বড় আন্দোলন বলা হচ্ছে।
শিরোনাম
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
হংকংয়ের বিক্ষোভ মোকাবিলায় জলকামান, ফাঁকা গুলি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর