হংকংয়ের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় রবিবার প্রথমবারের মতো গুলি ছুড়েছে পুলিশ, আটক করা হয়েছে ৩৬ বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীরা লাঠি ও রড দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করলে বাধ্য হয়ে তিনি ফাঁকা গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে, নগরীর কোওয়াই চুং স্টেডিয়ামে ভারি বৃষ্টির মধ্যেও কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন। এরপর বিক্ষোভকারীদের একটি দল স্টেডিয়াম পাশের সুউইন ওয়ান জেলার একটি প্রধান সড়ক দখল করে এবং ফুটপাত থেকে ইট খুলে নেয়। এদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করে। বিক্ষোভকারীদের সতর্ক করতে একটি বড় ব্যানারও প্রদর্শন করেছিল তারা। পুলিশের ভাষ্য, গত জুন মাস থেকে এ বিক্ষোভ শুরুর পর রবিবার তা সহিংসতায় রূপ নয়। তবে বিক্ষোভ দমনে পুলিশ পদক্ষেপ নিলে পিছু হটে বিক্ষোভকারীরা। এ সময় ৩৬ জনকে আটক করে। পুলিশ বলছে, একটি জায়গায় ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী লাঠি ও রড নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন। এ সময় তিনি আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। ৬ জন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করলেও তাদের মধ্যে একজনই ফাঁকা গুলি ছুড়েছেন। ডয়চেভেলে দক্ষিণপূর্ব এশিয়ার সংবাদদাতা শার্লট চেলসম-পিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে বলেছেন, আসলেই যে গুলি চালানো হয়েছে সেই মুহূর্ত দেখাতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এ সংঘাতের পর হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, ‘বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান অবৈধ ও সহিংস কর্মকায়েক মাস ধরে চলা এ প্রতিবাদকে সবচেয়ে বড় আন্দোলন বলা হচ্ছে।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
হংকংয়ের বিক্ষোভ মোকাবিলায় জলকামান, ফাঁকা গুলি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর