হংকংয়ের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় রবিবার প্রথমবারের মতো গুলি ছুড়েছে পুলিশ, আটক করা হয়েছে ৩৬ বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীরা লাঠি ও রড দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করলে বাধ্য হয়ে তিনি ফাঁকা গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে, নগরীর কোওয়াই চুং স্টেডিয়ামে ভারি বৃষ্টির মধ্যেও কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন। এরপর বিক্ষোভকারীদের একটি দল স্টেডিয়াম পাশের সুউইন ওয়ান জেলার একটি প্রধান সড়ক দখল করে এবং ফুটপাত থেকে ইট খুলে নেয়। এদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করে। বিক্ষোভকারীদের সতর্ক করতে একটি বড় ব্যানারও প্রদর্শন করেছিল তারা। পুলিশের ভাষ্য, গত জুন মাস থেকে এ বিক্ষোভ শুরুর পর রবিবার তা সহিংসতায় রূপ নয়। তবে বিক্ষোভ দমনে পুলিশ পদক্ষেপ নিলে পিছু হটে বিক্ষোভকারীরা। এ সময় ৩৬ জনকে আটক করে। পুলিশ বলছে, একটি জায়গায় ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী লাঠি ও রড নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন। এ সময় তিনি আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। ৬ জন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করলেও তাদের মধ্যে একজনই ফাঁকা গুলি ছুড়েছেন। ডয়চেভেলে দক্ষিণপূর্ব এশিয়ার সংবাদদাতা শার্লট চেলসম-পিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে বলেছেন, আসলেই যে গুলি চালানো হয়েছে সেই মুহূর্ত দেখাতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এ সংঘাতের পর হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, ‘বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান অবৈধ ও সহিংস কর্মকায়েক মাস ধরে চলা এ প্রতিবাদকে সবচেয়ে বড় আন্দোলন বলা হচ্ছে।
শিরোনাম
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে