শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে জেনেই সমর্থন করছেন নেতানিয়াহু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারের ‘শান্তি থেকে সমৃদ্ধি’ পরিকল্পনার অনেক কিছু নিজেই হয়ত লিখতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। পুরো পরিকল্পনাকে নেতানিয়াহুর বড় ধরনের সাফল্য হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু এর মানে এই নয় যে, তিনি চান এটি সফল হোক। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন কথাই তুলে ধরেছে। ১৯৪৭ সালে যে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছিল তাতে পুরো ভূখন্ডের ৪৩ শতাংশ ছিল। ২০২০ সালের পরিকল্পনায় পুরো ফিলিস্তিন টুকরো টুকরো খন্ডাংশ।

সর্বশেষ খবর