রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনায় নেদারল্যান্ডসে যেভাবে দিন কাটছে

নেদারল্যান্ডসে করোনার কারণে স্কুলগুলো অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের বাসায় পড়ার ব্যবস্থা ও তদারকি করছে। বাচ্চারা যাতে বাসায় বসে বিরক্ত না হয়, সে জন্য অনেক অনলাইন শিক্ষণীয় ওয়েবসাইটগুলো  শেখার এবং অনুশীলনের জন্য বিনা মূল্যে ওপেন করে দিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কিনে বিভিন্ন পরিবারকে বিনামূল্যে বাসায় দরজার সামনে রেখে আসছে। এতে থাকছে স্বাস্থ্যকর খাবার সামগ্রী যা প্রতিটি পরিবারের সংখ্যা অনুযায়ী কমপক্ষে এক সপ্তাহ চলে যাবে। বাচ্চাদের খেলনা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর