বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইথিওপিয়ায় ২৩ লাখ শিশু খাবার পাচ্ছে না

ক্রমশ ভয়াবহ হচ্ছে ইথিওপিয়ার টিগ্রের পরিস্থিতি। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় ২৩ লাখ শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সামান্য খাবার এবং ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। সংস্থাটি বলেছে, এসব শিশুর অনেকে শরণার্থী। সহিংসতার মুখে বাস্তুচ্যুত হয়েছে এরা। তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। লড়াইয়ে শত শত, এমনকি কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। তাছাড়া প্রতিবেশী সুদানে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় অর্ধলাখ মানুষ।

নভেম্বরের গোড়া থেকে টিগ্রেতে তীব্র লড়াই চলছে ইথিওপিয়া সরকারের সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ)।

সর্বশেষ খবর