রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নতুন বছর উদযাপন কেড়ে নিল ১১ প্রাণ

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তান্ডব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই এলো ইংরেজি নতুন বর্ষ উদযাপনের দিনক্ষণ। আর নতুন বছর উদযাপন করতে গিয়ে সারা বিশ্বে ১১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিম বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে নতুন বছর উদযাপনের সময় কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ায় আট যুবক-যুবতীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বসনিয়া গণমাধ্যম জানায়, আটজনই মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুরস্ক, নরওয়েজিয়ান ফুটবলার ওমর এলাবডেল্লাউই আতশবাজি নিয়ে দুর্ঘটনার পরে চোখের ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী তার দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফ্রান্সে আতশবাজি জ্বালানোর সময় ২৫ বছর বয়সী একজন মারা গেছেন। জার্মানিতেও আতশবাজির ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ইরাকে আতশবাজির ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। করোনার কারণে জনসমাগম নিষেধ থাকায় বেশ কয়েকটি জায়গা থেকে আতশবাজি জ্বালানো হয় আর এতে হতাহতের ঘটনা ঘটে। নতুন বছর উদযাপনের গুলিতে এক সিরিয়িান নারীরও মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর