মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ড্রোন ইরানের শক্তিশালী হাতিয়ার

ড্রোন ইরানের শক্তিশালী হাতিয়ার

ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে নিজস্ব প্রযুক্তির পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে কর্মকর্তারা বলেন, যে কোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সা¤প্রতিক বছরগুলোয় পাইলটবিহীন বিমান বা ড্রোন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠেছে। তাই রবিবার দেশটির জাতীয় সেনা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে আগ্রহের কেন্দ্র ছিল ড্রোন। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন তৈরি করেছে দেশটির সামরিক বাহিনী।

দেশটির সেনা কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি জানিয়েছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন ইরানের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যেকোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।

সর্বশেষ খবর