বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাণিজ্য চুক্তি পাল্টাবে ইরান ও তুরস্ক

বাণিজ্য চুক্তি পাল্টাবে ইরান ও তুরস্ক

ইরান এবং তুরস্ক একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি পরিবর্তন করতে চায়। ২০১৫ সালে দুই দেশের মধ্যে এই শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এবং করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এই চুক্তি থেকে ইরান ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। ইরানি প্রেসিডেন্টের চিফ-অব-স্টাফ মাহমুদ ওয়ায়েজি জানিয়েছেন, ইরান ও তুরস্কের শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক ও ব্যবসায়ী কর্মকর্তারা এই প্রিফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা পিটিএ পরিবর্তনের বিষয় নিয়ে চলতি সপ্তাহে তেহরানে আলোচনায় বসবেন।

সর্বশেষ খবর