বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার কারাদন্ড

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার কারাদন্ড

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। প্রেসিডেন্ট থাকাকালীন এক দুর্নীতির মামলার তদন্তে হাজির হতে সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করে ওই তদন্ত শুনানিতে হাজির হননি তিনি। সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ধরা না দিলে তাকে গ্রেফতারের আদেশ দিতে বাধ্য হবেন সেখানকার পুলিশমন্ত্রী।

গত মাসেই পৃথক একটি দুর্নীতি মামলার শুনানিতে জ্যাকব জুমা নিজেকে নির্দোষ দাবি করেন। নব্বইয়ের দশকে ৫০০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তিতে দুর্নীতির ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায়। ২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর