মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মার্কিন-রুশ অস্ত্রে তালেবানের কুচকাওয়াজ

মার্কিন-রুশ অস্ত্রে তালেবানের কুচকাওয়াজ

আর বিদ্রোহী যোদ্ধা নয়, তালেবানের এবার লক্ষ্য পুরোদস্তুর পেশাদার সামরিক বাহিনী গঠন। মার্কিন ও ইউরোপীয় শক্তিগুলোর ফেলে যাওয়া অস্ত্রের সম্ভার তো আছেই। আর তারই এক ঝলক দেখা গেল রবিবার। কান্দাহারে মার্কিন সাঁজোয়া গাড়ি, রুশ হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল হাতে চলল বিশাল বড় কুচকাওয়াজ।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি জানিয়েছেন, ২৫০ জন সদ্যপ্রশিক্ষিত তালেবান সেনা স্নাতক হয়েছেন। সে উপলক্ষেই এ কুচকাওয়াজ।

রয়টার্স জানায়, কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন এম-১১৭ সাঁজোয়া যান অংশ নেয়। মাথার ওপর আকাশে মহড়া দেয় কয়েকটি এমআই-১৭ হেলিকপ্টার। অনেক সেনাকে যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ অ্যাসল্ট রাইফেল বহন করতে দেখা যায়।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক আফগান সেনাবাহিনীর পাইলট, মেকানিকসহ অন্য বিশেষজ্ঞদের নতুন বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। নতুন এ বাহিনীর যোদ্ধারা ইতিমধ্যে প্রচলিত সামরিক উর্দি      পরতে শুরু করেছেন।

সর্বশেষ খবর