বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

ইসরায়েল দাবি করছে, পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে ইরান। ইরান নিজেও জানিয়েছে, তারা ২৫ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা প্রায় ৬০ শতাংশ বিশুদ্ধ। একটি পরমাণু বোমা তৈরির জন্য যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন এটা তার প্রায় কাছাকাছি। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত উপাদান তৈরির কাছাকাছি পৌঁছে গেছে যা অতীতে ছিল না। আর এতে সত্যিই ভয় পেয়ে গেছে ইসরায়েল। তাইতো ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোর বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে সরকার দেড় বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার ৯০০ কোটি টাকা) বরাদ্দ দিয়েছে।

কারণ ইসরাইল এখন যে কোনো মূল্যে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করতে চায়। এ জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে দেশটি। কদিন আগেই লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েলি, আমিরাতি এবং বাহরাইনের নৌবাহিনী। এ ধরনের মহড়ার প্রধান উদ্দেশ্য হলো, ইরানকে একটি শক্তিশালী সতর্কবার্তা পাঠানো। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের কোনো আগ্রহ নেই; তবে, আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির পরিপ্রেক্ষিতে, আমরা সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ সব ধরনের বিকল্প পথ ও পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছি।’

সর্বশেষ খবর