সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১৮ লাখ বছর আগের মানুষের দাঁতের সন্ধান

১৮ লাখ বছরের পুরনো একটি দাঁতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দাঁতটি পাওয়া গেছে জর্জিয়ায়। প্রত্নতত্ত্ব¡বিদরা বলছেন, এটি প্রথম দিকের মানুষের কোনো প্রজাতির। তাদের ধারণা আফ্রিকার বাইরে প্রথম ইউরোপে প্রাগৈতিহাসিক মানব বসতির দৃঢ় প্রমাণ দেয় এই অনুসন্ধান। গালফ নিউজ জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রামের কাছে সন্ধান মিলেছে এই দাঁতের। স্থানটি দিমানিশি অঞ্চলের কাছে। দিমানিশি অঞ্চলে এর আগে ১৯৯০এর দশকের শেষে এবং ২০০০ দশকের শুরুর দিকে সন্ধান মিলেছে ১৮ লাখ বছর আগের মানুষের কঙ্কাল। আফ্রিকার বাইরে বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় দিমানিসির ওই অনুসন্ধান ছিল সবচেয়ে পুরনো।  এর ফলে বিজ্ঞানীদের মধ্যে প্রথম দিককার মানব বিবর্তন এবং অভিবাসনের প্যাটার্নে পরিবর্তন এনেছে।

সর্বশেষ খবর