শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সৌদিতে বন্যায় দুজনের প্রাণহানি

জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে সেখানকার অধিকাংশ এলাকা। কর্মকার্তারা জানিয়েছেন, পরিস্থিতি অবনতি হওয়ায় এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার কারণে বিমান পরিসেবায় সমস্যা দেখা দিয়েছে। মক্কার আঞ্চলিক সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া সেখানে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সৌদির প্রেস এজেন্সি জানায়, বন্যার কারণে জেদ্দা ও মক্কার সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল।

 যদিও পরে এই সড়ক খুলে দেওয়া হয়। সৌদির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরটিতে বৃহস্পতিবার ১৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

সর্বশেষ খবর