বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওয়াশিংটনে জেলেনস্কি

ওয়াশিংটনে জেলেনস্কি

ইউক্রেনে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভ ছেড়ে খুব বেশি সময় দূরে থাকেননি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সৈন্যদের মনোবল বাড়াতে তিনি অঘোষিত সফরে দেশের বিভিন্ন প্রান্তে সংক্ষিপ্ত সফর করেছেন। নিরাপত্তার কারণে কিয়েভেও তার অবস্থান যতটা সম্ভব গোপন রাখা হয়। যুদ্ধের সময়ে জেলেনস্কি মূলত ভিডিও লিংকের মাধ্যমে বিদেশে বিভিন্ন মঞ্চে নিজের বক্তব্য রেখে আসছেন এবং নেতাদের সঙ্গে আলোচনা করছেন। এবার তিনি সেই প্রথা ভেঙে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। গতকালই তিনি ওয়াশিংটনে পৌঁছেছেন। রাতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি আলোচনাও করেছেন। হোয়াইট হাউস এ খবরের সত্যতা স্বীকার করেছে। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন পশ্চিমা বিশ্ব থেকে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা নিশ্চিত করে ওয়াশিংটন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর