আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন ঘটেছে। হঠাৎ এ অবস্থার জন্য বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও চীনে করোনার বাড়-বাড়ন্তকে দায়ী করা হচ্ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৮ বা ২ দশমিক ৩ শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ অথবা ২ দশমিক ২ শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ পতন। এদিকে চীন ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে।
, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়।তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।