যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি খসড়া পরিকল্পনা মেনে নিতে ওয়াশিংটন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করেছে। তাদের ওই প্রস্তাবে কিয়েভকে ভূখণ্ডের কিছু অংশ ছাড়তে এবং কিছু যুদ্ধাস্ত্র ত্যাগে রাজি হতে বলা হয়েছে, এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এসব বলেছেন।
সংবেদনশীল বিষয় হওয়ায় নাম-পরিচয় প্রকাশে রাজি না হওয়া ওই সূত্রগুলো বলছে, মার্কিন প্রস্তাবের মধ্যে আরও অনেক কিছুর পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার ছোট করার কথাও আছে। ওয়াশিংটন চাইছে কিয়েভ যেন পরিকল্পনার মূল প্রস্তাবগুলো মেনে নেয়, ভাষ্য তাদের। পূর্বাঞ্চলের যেসব এলাকা এখন ইউক্রেনের দখলে নেই তা মস্কোকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কিয়েভ ও ইউরোপে ভবিষ্যৎ যে কোনো রুশ আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তাবগুলোতে। বুধবার বিষয়টি সম্বন্ধে অবগত এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এক্সিওস। তথাকথিত এ নতুন ‘মার্কিন পরিকল্পনা’র বিষয়ে ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, এগুলো ‘কিয়েভকে আরও কোনঠাসা’ করতে ট্রাম্প প্রশাসনের নতুন চেষ্টা। ইউক্রেনের অবস্থান এবং ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের কথা বিবেচনায় না নিয়ে কোনো সমাধানই হতে পারে না, বলেছেন তিনি। আরেক ইউরোপীয় কূটনীতিক বলেছেন, ইউক্রেনকে সামরিক বাহিনী ছোট করে ফেলার যে কথা বলা হচ্ছে, তাকে গুরুতর কোনো প্রস্তাব মনে হচ্ছে না, মনে হচ্ছে রাশিয়ার দাবি। এমন এক সময়ে এ পরিকল্পনার কথা প্রকাশ্যে এলো যখন পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একের পর এক গ্রাম জেলেনস্কি বাহিনীর হাতছাড়া হচ্ছে। ইউক্রেনের এ প্রেসিডেন্টকে এখন বড় এক দুর্নীতি কেলেঙ্কারিও সামলাতে হচ্ছে, যার কারণে বুধবার দেশটির পার্লামেন্ট জ্বালানি ও বিচারমন্ত্রীকে বরখাস্তও করেছে। হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে বলেছেন, সংঘাতে লিপ্ত দুই পক্ষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওয়াশিংটন যুদ্ধ বন্ধে সম্ভাব্য উপায়গুলোর একটি তালিকা তৈরি করছে। ‘ইউক্রেনে যেটা হচ্ছে, তার মতো জটিল ও প্রাণঘাতী যুদ্ধে ইতি টানতে গুরুতর এবং বাস্তবসম্মত ধারণার ব্যাপক আদানপ্রদান জরুরি। আর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় ছাড় দিতেই হবে,’ বলেছেন তিনি। ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে রয়টার্সকে বলেছিলেন, যুদ্ধ বন্ধে একগাদা মার্কিন প্রস্তাবের বিষয়ে ‘সংকেত’ পেয়েছে কিয়েভ, যে প্রস্তাবগুলো নিয়ে ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। এসব প্রস্তাব তৈরিতে ইউক্রেনের কোনো ধরনের ভূমিকাই ছিল না, বলেছেন তিনি। বুধবার তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি।-রয়টার্স
গতকাল তার সঙ্গে বৈঠক করতে মার্কিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল কিয়েভ পৌঁছেছে। শান্তি আলোচনা অগ্রসর করার লক্ষ্যেই এসব বৈঠক হচ্ছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ‘তথ্য অনুসন্ধান অভিযানে’ কিয়েভ এসেছে বলে জানিয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস।