শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আপ-বিজেপি সংঘর্ষ, বাতিল মেয়র নির্বাচন

বিজেপি ও আম আদমি পার্টির নবনির্বাচিত কাউন্সিলরদের প্রথম সভাই ভণ্ডুল। দুই পক্ষের সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্র দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপাতত স্থগিত রাখা হয়েছে মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। আম আদমি পার্টির মাত্র ১০ জন অনির্বাচিত প্রতিনিধি এদিন শপথ গ্রহণ করতে পেরেছেন। তারপরই দুই দলের জনপ্রতিনিধিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। এ অবস্থায় অধিবেশন বাতিল করা হয়। নির্বাচন কবে হবে, তার কোনো আভাস এ মুহূর্তে নেই। লেফটেন্যান্স গভর্নর ভিকে সাক্সেনা দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী স্পিকার তথা বিজেপি কাউন্সিলর সত্য শর্মা ১০ জন অ্যাল্ডারম্যান বা নির্বাচিত নন, মনোনীত সদস্যদের প্রথমে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন। তাতেই প্রতিবাদ জানান আপ কাউন্সিলররা। তারা প্রথমে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর দাবি জানাতে থাকে। এ দাবিতে আপ কাউন্সিল ও বিধায়করা।

সর্বশেষ খবর