রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাশিয়ার স্বার্থ অবশ্যই গুরুত্ব দিতে হবে : ল্যাভরভ

রাশিয়ার স্বার্থ অবশ্যই গুরুত্ব দিতে হবে : ল্যাভরভ

ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি আলোচনায় অবশ্যই ‘রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ’ অগ্রাধিকার দিতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। এ ছাড়াও শান্তি আলোচনায় নতুন বিশ্বব্যবস্থা গড়ার দিকে মনোনিবেশ করতে হবে। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

রাশিয়া দীর্ঘদিন ধরে বলেছে তারা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং ইউক্রেনের আক্রমণ সেই লড়াইয়েরই অংশ। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি আলোচনায় ওই নীতিগুলোর সম্পর্কে হওয়া উচিত, যার ওপর ভিত্তি করে নতুন বিশ্বব্যবস্থা তৈরি হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর প্রথমদিকে কয়েক দফা শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। প্রথমে বেলারুশ এবং পরবর্তীতে তুরস্কে আলোচনায় হয়। কিন্তু লড়াই বন্ধে এখনো পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। -আল জাজিরা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর