রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, মস্কো তার আরও বেশি গোলাবারুদ সরবরাহের দাবি মেনে নিয়েছে। দিনকয়েক আগে গোলাবারুদ সংকটের কথা উল্লেখ করে বাখমুত থেকে নিজের বাহিনীকে সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন তিনি। প্রিগোজিন জানিয়েছেন, এই হুমকি দেওয়ার পর বাখমুতে ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়’ রসদ দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে মস্কো। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার ওয়াগনার সেনাদের লাশের সামনে দাঁড়িয়ে তৈরি করা এক ভিডিও বার্তায় তিনি পর্যাপ্ত গোলাবারুদের অভাবের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দোষারোপ করেন। তখন তিনি জানিয়েছিলেন, আগামী ১০ মে ওয়াগনার বাহিনী বাখমুত ছেড়ে চলে যাবে। তবে গতকাল প্রিগোজিন জানিয়েছেন, বাখমুতে ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়’ রসদ দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে মস্কো। তবে তার এ ইউটার্ন নিয়ে অনেকেই আশ্চর্য হচ্ছেন না। কারণ প্রিগোজিন প্রচারণা পছন্দ করেন। এর আগেও একাধিকবার হুমকি দিয়েছিলেন তিনি, কিন্তু পরে সেগুলো থেকে সরে আসেন। গত কয়েক মাস ধরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ বাখমুত দখলের চেষ্টা করছে।