ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার সকালে লোহিত সাগরে আরেকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বলা হয়েছে, এ জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন, যারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। এর আগে দাবি করা হয়েছিল, এই তেল ট্যাংকারে ভারতীয় পতাকা ছিল। যদিও ভারতীয় নৌসেনা তা অস্বীকার করেছে। জাহাজটিকে একটি ড্রোন আক্রমণ করে। এরপর একই এলাকায় উপস্থিত একটি আমেরিকান যুদ্ধজাহাজে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। আরব সাগরে যে বাণিজ্যিক জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটিতে থাকা ক্রুদের মধ্যে ২০ জনই ভারতীয়। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ওই দিন ‘এমভি কেম প্লুটো’ নামের রাসায়নিকবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এএনআইয়ের খবরে বলা হয়। মার্কিন সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধজাহাজ এ পর্যন্ত ইয়েমেন থেকে উড়ে আসা চারটি হুতি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছে। এর আগে শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদেরও আরব সাগরে ইসরায়েলের একটি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। এদিকে, শনিবার ভারত উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। একটি মেরিটাইম এজেন্সি জানিয়েছে, শনিবার ড্রোন হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে, ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আরেকটি মেরিটাইম এজেন্সি দাবি করেছে, এ জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে সেটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যেটি ইজরায়েলের সঙ্গে যুক্ত ছিল।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
ভারতীয় পতাকা লাগানো জাহাজে ড্রোন হামলা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর