ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার সকালে লোহিত সাগরে আরেকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বলা হয়েছে, এ জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন, যারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। এর আগে দাবি করা হয়েছিল, এই তেল ট্যাংকারে ভারতীয় পতাকা ছিল। যদিও ভারতীয় নৌসেনা তা অস্বীকার করেছে। জাহাজটিকে একটি ড্রোন আক্রমণ করে। এরপর একই এলাকায় উপস্থিত একটি আমেরিকান যুদ্ধজাহাজে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। আরব সাগরে যে বাণিজ্যিক জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটিতে থাকা ক্রুদের মধ্যে ২০ জনই ভারতীয়। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ওই দিন ‘এমভি কেম প্লুটো’ নামের রাসায়নিকবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এএনআইয়ের খবরে বলা হয়। মার্কিন সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধজাহাজ এ পর্যন্ত ইয়েমেন থেকে উড়ে আসা চারটি হুতি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছে। এর আগে শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদেরও আরব সাগরে ইসরায়েলের একটি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। এদিকে, শনিবার ভারত উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। একটি মেরিটাইম এজেন্সি জানিয়েছে, শনিবার ড্রোন হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে, ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আরেকটি মেরিটাইম এজেন্সি দাবি করেছে, এ জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে সেটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যেটি ইজরায়েলের সঙ্গে যুক্ত ছিল।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
ভারতীয় পতাকা লাগানো জাহাজে ড্রোন হামলা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর