ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার সকালে লোহিত সাগরে আরেকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বলা হয়েছে, এ জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন, যারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। এর আগে দাবি করা হয়েছিল, এই তেল ট্যাংকারে ভারতীয় পতাকা ছিল। যদিও ভারতীয় নৌসেনা তা অস্বীকার করেছে। জাহাজটিকে একটি ড্রোন আক্রমণ করে। এরপর একই এলাকায় উপস্থিত একটি আমেরিকান যুদ্ধজাহাজে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। আরব সাগরে যে বাণিজ্যিক জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটিতে থাকা ক্রুদের মধ্যে ২০ জনই ভারতীয়। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ওই দিন ‘এমভি কেম প্লুটো’ নামের রাসায়নিকবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এএনআইয়ের খবরে বলা হয়। মার্কিন সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধজাহাজ এ পর্যন্ত ইয়েমেন থেকে উড়ে আসা চারটি হুতি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছে। এর আগে শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদেরও আরব সাগরে ইসরায়েলের একটি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। এদিকে, শনিবার ভারত উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। একটি মেরিটাইম এজেন্সি জানিয়েছে, শনিবার ড্রোন হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে, ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আরেকটি মেরিটাইম এজেন্সি দাবি করেছে, এ জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে সেটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যেটি ইজরায়েলের সঙ্গে যুক্ত ছিল।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ভারতীয় পতাকা লাগানো জাহাজে ড্রোন হামলা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর