ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার সকালে লোহিত সাগরে আরেকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বলা হয়েছে, এ জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন, যারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। এর আগে দাবি করা হয়েছিল, এই তেল ট্যাংকারে ভারতীয় পতাকা ছিল। যদিও ভারতীয় নৌসেনা তা অস্বীকার করেছে। জাহাজটিকে একটি ড্রোন আক্রমণ করে। এরপর একই এলাকায় উপস্থিত একটি আমেরিকান যুদ্ধজাহাজে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। আরব সাগরে যে বাণিজ্যিক জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটিতে থাকা ক্রুদের মধ্যে ২০ জনই ভারতীয়। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ওই দিন ‘এমভি কেম প্লুটো’ নামের রাসায়নিকবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এএনআইয়ের খবরে বলা হয়। মার্কিন সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধজাহাজ এ পর্যন্ত ইয়েমেন থেকে উড়ে আসা চারটি হুতি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছে। এর আগে শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদেরও আরব সাগরে ইসরায়েলের একটি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। এদিকে, শনিবার ভারত উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। একটি মেরিটাইম এজেন্সি জানিয়েছে, শনিবার ড্রোন হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে, ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আরেকটি মেরিটাইম এজেন্সি দাবি করেছে, এ জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে সেটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যেটি ইজরায়েলের সঙ্গে যুক্ত ছিল।
শিরোনাম
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা