আসামে প্রায় ৮৯ বছরের পুরনো ‘মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন-১৯৩৫’ বাতিল করে নতুন বিল এনেছে ভারতের আসাম বিধানসভা। বৃহস্পতিবার এ বিলটি পাস হয়। তার বদলে ‘আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যান্ড ডিভোর্স’ নামে নতুন একটি বিল এনেছে রাজ্য সরকার। এর অর্থ, এবার থেকে মুসলিমদের বিয়েও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’এর আওতায় নথিভুক্ত করতে হবে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ‘আমরা কাজী ব্যবস্থার অবসান চাই। মুসলিম নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বিবাহ নিবন্ধনের বিষয়টি সাব-রেজিস্টারের কাছে করতে হবে।’ রাজ্যে যাতে বাল্যবিবাহের হার কমে সে কারণে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সে ক্ষেত্রে ১৮ বছর বয়সের নিচে কোনো তরুণীর বিয়ের রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী এও বলেন, ‘বিরোধীদলগুলো কেবলমাত্র কাজীদের কাজ হারানোর বিষয়ে না ভেবে, হাউসের সদস্যদের মুসলিম নারীদের নিরাপত্তার বিষয়টিও ভাবা উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য কাজীদের বেশিরভাগই পেশায় শিক্ষক। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের শীর্ষ আদালতও মুসলিম বিবাহ উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ইস্যুতে শিশু আদালত বিভিন্ন সময় তার পর্যবেক্ষণ দিয়েছে। আইন পাস হওয়ার পরে কাজীদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্য সরকারের পরবর্তী লক্ষ্য বহুবিবাহ প্রথা বন্ধ করতে বিধানসভায় বিল আনা।